কৃষি

আমনের মাঠজুড়ে পোকার আক্রমণ

আমনের মাঠজুড়ে পোকার আক্রমণ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১০ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৬:১২

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় আমন ধানের চারা রোপণের এক মাসের মাথায় ব্যাপক পোকার আক্রমণের মুখে পড়েছেন কৃষকরা। জমির সবুজ ধানের চারা গুলোর পাতা মোড়ানো পোকা এবং অন্যান্য ক্ষতিকর পোকায় আক্রান্ত হয়ে শুকিয়ে বাদামি রং ধারণ করছে। কাঙ্ক্ষিত ফলন নিয়ে দুশ্চিন্তায় আছেন কৃষকরা, কারণ কীটনাশক প্রয়োগ করেও তেমন কোনো সুফল পাচ্ছেন না তারা। কান্দিউড়া ইউনিয়নের দীর্ঘলকুর্শা গ্রামের কৃষক সেলিম মিয়া জানান, তার জমিতেও পোকা আক্রমণ করেছে। মোস্তাকিম, আবুল হাসেম ভুইঁয়া, হায়দার আলীর মতো অনেক কৃষক একই সমস্যার মুখোমুখি হয়েছেন। মঙ্গলবার কেন্দুয়া উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইয়াসিন মিয়া পোকা আক্রান্ত জমি পরিদর্শন করেন এবং নিশ্চিত করেন যে এটি পাতা মোড়ানো পোকার আক্রমণ। পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহার এবং অনুমোদিত কীটনাশক প্রয়োগের পরামর্শ দিয়েছেন কৃষি কর্মকর্তারা। কেন্দুয়া উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা জানান, চলতি মৌসুমে কেন্দুয়া উপজেলায় ১৯ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার কাছাকাছি। কয়েকটি ব্লকে পোকার আক্রমণ দেখা দিয়েছে এবং কৃষকদের পরামর্শ ও সহায়তা প্রদান করা হচ্ছে।