সিরাজগঞ্জের শাহজাদপুরের বগুড়া-নগরবাড়ি মহাসড়কে দীর্ঘদিন ধরে চলতে থাকা যানজটের কারণে সাধারণ মানুষের চরম ভোগান্তি হচ্ছিল।
সোমবার (১৩ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামান এবং শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী ওই মহাসড়কে অভিযান চালিয়ে অবৈধভাবে স্থাপিত দোকানপাট উচ্ছেদ করেন এবং সিএনজি স্ট্যান্ড ও বাস গ্যারেজ নির্দিষ্ট স্থানে স্থানান্তর করেন।
এ অভিযানে খুশি হন সাধারণ জনগণ এবং শ্রমিকেরা, যারা দীর্ঘদিন ধরে যানজটের সমস্যার সমাধান প্রত্যাশা করছিলেন।
জানা গেছে, শাহজাদপুরের বগুড়া-নগরবাড়ি মহাসড়কের দিলরুবা বাসস্ট্যান্ড, বিসিক বাসস্ট্যান্ড এবং তালগাছী এলাকায় প্রতিদিন যানজট লেগেই থাকত, যা সাধারণ মানুষের চলাচলের জন্য বড় এক সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। এতে অফিসগামী, ছাত্রছাত্রী এবং বিভিন্ন সেবা নিতে আসা মানুষ সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছিলেন না।
ইউএনও মোঃ কামরুজ্জামান এবং ওসি আছলাম আলীর নেতৃত্বে অভিযানে অবৈধ সিএনজি এবং অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদ করা হয় এবং মহাসড়কের দুই পাশে স্থানান্তরিত করা হয়। মাত্র ১০ মিনিটের মধ্যে মহাসড়কটি যানজটমুক্ত হয়ে ওঠে, যা সাধারণ জনগণের প্রশংসা কুড়ায়।
অভিযানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ইউএনও মোঃ কামরুজ্জামান বলেন, মহাসড়কে অবৈধ যানবাহন এবং দোকানের কারণে যানজট সৃষ্টি হচ্ছিল। ভবিষ্যতে কেউ যদি মহাসড়কে অবৈধ স্থাপনা বসায়, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ অভিযানের ফলস্বরূপ, শাহজাদপুরের বগুড়া-নগরবাড়ি মহাসড়কে যান চলাচল সহজ ও স্বস্তিদায়ক হয়েছে।
মতামত