প্রযুক্তি

অ্যামাজন থেকে ১১ লাখ টাকার পণ্য লুট: দুই যুবক গ্রেফতার

অ্যামাজন থেকে ১১ লাখ টাকার পণ্য লুট: দুই যুবক গ্রেফতার

প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২৪, রাত ১০:৩৬

ভারতের ই-কমার্স জায়ান্ট অ্যামাজন থেকে মূল্যবান ক্যামেরা, আইফোনসহ লক্ষাধিক টাকার পণ্য লুটের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, জালিয়াতির মাধ্যমে তারা ডেলিভারি পার্টনারদের টাকা না দিয়েই এই পণ্য হাতিয়ে নেয়। এ ঘটনায় ভারতের উরওয়া থানায় অভিযুক্ত রাজ কুমার মীনা (২৩) এবং সুভাষ গুর্জারের (২৭) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উরওয়া পুলিশ কমিশনার অনুপম আগরওয়াল এই দুজনকে শনাক্ত করেন।

প্রতারণার পদ্ধতি

দুই যুবক ভুয়া পরিচয় ব্যবহার করে অ্যামাজন থেকে প্রায় ১১ লাখ ৪৫ হাজার টাকার পণ্য অর্ডার করে। এর মধ্যে ছিল দুটি উচ্চ-মূল্যের সোনি ক্যামেরা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র। অর্ডারের জন্য তারা "অমিত" নামে একটি জাল পরিচয় ও বেঙ্গালুরু কেএসআরটিসি বাস স্ট্যান্ডের কাছে ভুয়া ঠিকানা ব্যবহার করে।

ডেলিভারির সময়, দুজনের একজন ডেলিভারি এক্সিকিউটিভকে ব্যস্ত রাখার চেষ্টা করেন, আর অন্যজন বাক্সগুলোর লেবেল পরিবর্তন করতে থাকেন। এরপর ভুল ওটিপি দিয়ে ডেলিভারি এক্সিকিউটিভকে জানানো হয় যে তারা পরের দিন পণ্যগুলো নেবে। আসল পণ্য রেখে তারা পরের দিন অর্ডার বাতিল করে দেয়, ফলে ডেলিভারি এক্সিকিউটিভ ভুল পণ্য বুঝে চলে যান।

ধরা পড়ার পরিণতি

অ্যামাজনের ডেলিভারি পার্টনার মাহিন্দ্রা লজিস্টিকস এই ঘটনায় সন্দেহজনক পণ্যের স্টিকার দেখতে পেয়ে বিষয়টি অ্যামাজনকে জানায়। পরে পুলিশি তদন্তে প্রমাণিত হয় যে অভিযুক্তরা আসল পণ্যগুলো নকল আইটেম দিয়ে বদলে নিয়েছে। অভিযুক্তরা শহর ছেড়ে যাওয়ার চেষ্টা করার সময় পুলিশ তাদের গ্রেপ্তার করে।

এই প্রতারণা ঘটনায় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর তৎপরতায় অ্যামাজনসহ অন্যান্য ই-কমার্স সাইটের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।