বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ সম্প্রতি ‘কাস্টম চ্যাট লিস্ট’ নামে একটি নতুন ফিচার চালু করেছে, যা যেকোনো গ্রুপ চ্যাট বা ব্যক্তিগত কথোপকথনকে গুরুত্ব অনুযায়ী সাজানোর সুবিধা দেবে। এখন ব্যবহারকারীরা পছন্দমতো প্রোফাইল বা গ্রুপকে ক্যাটাগরি অনুযায়ী তালিকাভুক্ত করে সরাসরি চোখের সামনে রাখতে পারবেন, যা গ্রুপ চ্যাট ব্যবস্থাপনাকে আরও সহজ করবে।
এর আগে হোয়াটসঅ্যাপ ‘আনরিড’, ‘ফেভারিট’ এবং ‘গ্রুপ’ নামে কয়েকটি নতুন ফিচার নিয়ে এসেছিল। ‘আনরিড’ অপশনে পাওয়া যাবে পড়া হয়নি এমন মেসেজগুলো, আর ‘ফেভারিট’ অপশন ব্যবহার করে যাদের সঙ্গে বেশি চ্যাট করেন তাদের প্রোফাইল দ্রুত অ্যাক্সেস করা যাবে। এবার এই সব অপশনকে আরও সংহত করেই এসেছে ‘কাস্টম চ্যাট লিস্ট’।
নতুন কাস্টম চ্যাট লিস্ট ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের চ্যাটকে সহজে আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করতে পারবেন। যেমন: ‘পরিবার’, ‘কর্মক্ষেত্র’, ‘বন্ধুবান্ধব’ প্রভৃতি ক্যাটাগরিতে চ্যাটগুলোকে ভাগ করা যাবে। এতে বহু চ্যাটের মধ্যে প্রয়োজনীয় চ্যাটগুলো খুঁজে পাওয়া সহজ হবে।
যেভাবে কাস্টম লিস্ট তৈরি করবেন:
এই ফিচারটি ব্যবহারকারীদের জন্য প্রয়োজনীয় চ্যাটগুলো সহজেই খুঁজে পাওয়ার পাশাপাশি গ্রুপ চ্যাট ব্যবস্থাপনাকে আরও গতিশীল করবে।
মতামত