ছবি : সংগ্রহীত
মালদ্বীপের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচের একাদশ থেকে আজকের একাদশে একটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। গত ম্যাচে কাজেম শাহ ছিলেন শুরুর একাদশে, কিন্তু আজ তার পরিবর্তে শুরুর একাদশে জায়গা পেয়েছেন মুজিবুর রহমান জনি। শনিবার (১৬ নভেম্বর) বসুন্ধরা কিংস অ্যারেনায় সন্ধ্যা ৬টায় শুরু হয় ম্যাচটি
বাংলাদেশ ফুটবল দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূইয়া। পারিবারিক কারণে নভেম্বর ফিফা উইন্ডোর প্রীতি সিরিজে তিনি নেই। প্রথম ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন ডিফেন্ডার তপু বর্মণ। তবে দ্বিতীয় ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করবেন মিডফিল্ডার সোহেল রানা।
বাংলাদেশ দলের হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা গোলপোস্টের নিচে মিতুল মারমার ওপর আস্থা রেখেছেন। ডিফেন্স লাইনে অধিনায়ক তপু বর্মণের সঙ্গী সাদ উদ্দিন, ইসা ফয়সাল ও শাকিল তপু। মিডফিল্ড ও আক্রমণভাগে রয়েছেন হৃদয়, শেখ মোরসালিন, সোহেল রানা, ফয়সাল আহমেদ ফাহিমরা।
মতামত