সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি সিএনজি ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ২ জন নিহত এবং ৪ জন আহত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) দুপুর ৩টার দিকে শাহজাদপুর উপজেলার গাড়াদহ এলাকার চিত্রনায়িকা বর্ষার বাড়ির সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
এ ঘটনায় নিহত হয়েছেন সিএনজির চালক সহ একজন যাত্রী। সিএনজি চালক ছিলেন কায়েমপুর ইউনিয়নের বনগ্রাম এলাকার দুলালের ছেলে সুজন এবং যাত্রী হলেন বাহাদুর আলী,, শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা গ্রামের বাসিন্দা।
সিএনজিটি উল্লাপাড়াই যাওয়া সময় । গাড়াদহ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে গিয়ে চালক সুজন ও যাত্রী বাহাদুর আলী ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।
এই দুর্ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে, এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে স্থানীয়রা।
মতামত