শিক্ষা

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ছবি : সরকারি তিতুমীর কলেজের গেট


প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৪, রাত ৯:০০

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে কমিশন গঠনের সিদ্ধান্ত প্রকাশ না করায় শিক্ষার্থীরা আবারও সড়ক অবরোধ করেছেন। সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার পর মহাখালীর ক্যাম্পাসের সামনে সড়ক অবরোধ করেন তারা, ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনের পেছনের কারণ:
২০০৫ সালে তিতুমীর কলেজকে জগন্নাথ কলেজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দেওয়ার কথা থাকলেও ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। শিক্ষার্থীদের দাবি, শিক্ষার মানোন্নয়নের জন্য এ উদ্যোগ নেওয়া হলেও বাস্তবতায় তা ব্যর্থ হয়েছে। বর্তমানে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী এককভাবে তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবি জানাচ্ছেন।

সোমবারের ঘটনাপ্রবাহ:

  • সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা।
  • এ সময় ঢাকার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সড়ক পথে যানবাহন চলাচলও বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
  • বিকেল ৩টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের প্রস্তাব পেয়ে তিতুমীরের ১২ শিক্ষার্থীর একটি প্রতিনিধিদল সচিবালয়ে যায়।

পূর্বের আন্দোলন ও দাবিসমূহ:
গত দুই মাসে শিক্ষার্থীরা একাধিকবার একই দাবিতে সড়ক অবরোধ করেছেন। এর মধ্যে গত ২৪ অক্টোবর রাজধানীর বিভিন্ন স্থানে যানজট সৃষ্টি হয় তাদের আন্দোলনের ফলে। সাধারণ মানুষ দ্রুত এ সমস্যার সমাধানে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

সরকারের দৃষ্টি আকর্ষণ:
শিক্ষার্থীরা সুনির্দিষ্ট আশ্বাস ছাড়া আন্দোলন থেকে সরে আসবেন না বলে ঘোষণা দিয়েছেন। তাদের দাবি, শিক্ষার মান উন্নয়ন এবং প্রতিষ্ঠানটির মর্যাদা রক্ষায় দ্রুত কমিশন গঠন করে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রক্রিয়া শুরু করা হোক।