জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের সুবিধার্থে নতুন ড্রাফটস ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা এবার থেকে অসমাপ্ত মেসেজ সেভ করতে পারবেন, যা আগে ই-মেইল সিস্টেমের মতো ছিল।
এই ফিচারটির সাহায্যে, ব্যবহারকারীরা এমন মেসেজগুলো সেভ করতে পারবেন যেগুলো কিছু কারণে পাঠানো হয়নি। মেসেজটি সবুজ রঙে ‘ড্রাফট’ হিসেবে লেবেল করা হবে এবং তা চ্যাট লিস্টে দৃশ্যমান থাকবে। ফলে, পরবর্তীতে সেই মেসেজটি সম্পূর্ণ করে সহজেই পাঠানো যাবে।
এছাড়া, কাস্টম লিস্ট তৈরির ফিচার এবং নতুন প্রোগ্রাম যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা যেকোনো ডিভাইস থেকে কন্টাক্ট যোগ করতে পারবেন।
মতামত