ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে। মেটার বিরুদ্ধে অভিযোগ, তারা ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দিয়ে একচেটিয়া ব্যবসা-সংক্রান্ত আইন লঙ্ঘন করেছে।
ইউরোপীয় কমিশন জানায়, মেটা তার অনলাইন শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবা ফেসবুক মার্কেটপ্লেসকে ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সাথে যুক্ত করে এবং অন্যান্য অনলাইন শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবা প্রদানকারীদের উপর অন্যায্য শর্ত আরোপ করেছে। ফলে, এটি বিশ্বাস-বিরোধী আইন (অ্যান্টি ট্রাস্ট রুল) লঙ্ঘন করেছে, যার জন্য মেটাকে এই জরিমানা করা হয়।
ফেসবুক ব্যবহারকারীরা চাইলে বা না চাইলে মার্কেটপ্লেসের সাথে সংযুক্ত থাকেন, যা মেটাকে অতিরিক্ত সুবিধা প্রদান করেছে, কিন্তু অন্যান্য প্রতিযোগীদের এমন সুযোগ থেকে বঞ্চিত করেছে। ইউরোপীয় কমিশনের প্রতিযোগিতা নীতির দায়িত্বে থাকা মার্গ্রেথ ভেস্টেগার বলেন, "মেটার বিরুদ্ধে এই জরিমানা সামাজিক যোগাযোগ মাধ্যমের সুযোগ নেওয়া এবং প্রচারমূলক বিজ্ঞাপন বিতরণের জন্য চাপানো হয়েছে।"
মতামত