বাংলাদেশের নারী ফুটবলের দীর্ঘদিনের পৃষ্ঠপোষক ওয়ালটন, সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী দলকে আজ বাফুফে ভবনে সম্মাননা প্রদান করেছে। খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের নিয়ে ৩২ সদস্যের সাফ কন্টিনজেন্টকে ফ্রিজ উপহার দেওয়া হয়েছে ওয়ালটন থেকে।
ব্রাজিলের সোনালী সময় এখন যেন কেবলই অতীত। মাঠের ফুটবলে যেমন ধার কমেছে, তেমনি ফুটবলারদের মধ্যে বোঝাপড়ায়ও ঘাটতি দেখা যায়। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এখন বিশ্বকাপে কোয়ালিফাই করতেও বেগ পেতে হয়। দলের এমন খারাপ সময়ে সমর্থকদের দলের পাশে চেয়েছেন মার্কিনিয়োস।
নারী ফুটবল দলের বেশ কিছু সদস্যের বাড়ি দুর্গম এলাকায়, যেখানে নাগরিক সুবিধা পাওয়া কঠিন। সাবিনা খাতুন জানালেন, “আমাদের মধ্যে মনিকার বাড়িতে বিদ্যুৎ নেই। ওর বাড়ি যেতে এখনো দুই কিলোমিটার পথ কষ্ট করতে হয়।” তবে ওয়ালটন থেকে ফ্রিজ উপহার পেলেও মনিকার বাড়িতে বিদ্যুৎ না থাকায় তিনি এটি ব্যবহার করতে পারছেন না। ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন বলেন, “আমরা আশা করি তার বাড়িতে দ্রুত বিদ্যুৎ পৌঁছাবে, অথবা যারা ফ্রিজ নিতে চাইছেন না, তারা অর্থ গ্রহণ করতে পারবেন।”
এর আগে ওয়ালটন নারী ফুটবল দলকে টিভি ও অন্যান্য উপহার দিয়ে সম্মানিত করেছিল। এবার তারা ফ্রিজ উপহার দিলেও একটু ভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে, যেখানে পুরস্কৃতরা সুবিধাজনক ওয়ালটন শোরুম থেকে ফ্রিজ সংগ্রহ করতে পারবেন।
এছাড়া, নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেছেন, "আমরা নারী ফুটবলারদের আরও সুযোগ-সুবিধা দিতে চাই, এর জন্য সরকারের ও বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন।"
ফুটবলাররা এখন সাফল্যের পর আরও অনেক সমস্যার সমাধান প্রত্যাশা করছেন। সাবিনাদের আশা, চ্যাম্পিয়ন হওয়ার পর বেতন বৃদ্ধি হবে। "চ্যাম্পিয়ন হলে বেতন বাড়ানোর আশা তো থাকেই," বলেছেন সাবিনা।
নারী দলের কোচ পিটার বাটলারের সাথে সম্পর্কের বিষয়ে কিছু প্রশ্ন উঠেছে, কিন্তু নারী উইংয়ের প্রধান জানিয়েছেন, তার সঙ্গে ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে। সাবিনা কোচ সম্পর্কে বলেন, "ব্যক্তিগতভাবে কোচ নিয়ে আমার কোনো মন্তব্য নেই। যেই কোচ থাকুক, আমাদের অনুশীলন ও নির্দেশনা মানতেই হবে।"
মতামত