সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নলুয়া বটতলা গ্রামের রইচ উদ্দিন নামের এক ব্যক্তি গত ৩ নভেম্বর রাতে নিজের দোকান থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ১৫ দিন পর তার গলিত মৃতদেহ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ।
১৮ নভেম্বর, সোমবার বিকেলে ওই গ্রামের তাহেজ ফকির নামের এক ব্যক্তি একটি ছোট খালের ধারে বন কাটতে গিয়ে গলিত মৃতদেহটি দেখতে পান। তিনি প্রতিবেশীদের খবর দিলে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে।
মৃতদেহটি পুরোপুরি গলে যাওয়ার কারণে চেনা না গেলেও, নিখোঁজ ব্যবসায়ী রইচ উদ্দিনের পরিবারের দাবি, তার মৃতদেহটি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, রইচ উদ্দিনের একটি হাতের আঙ্গুলে ছয়টি আঙ্গুল রয়েছে, যা মৃতদেহের সঙ্গে মিলে যাচ্ছে। এর ভিত্তিতে তারা দাবি করেছেন, এটি তাদের পরিবারের সদস্য রইচ উদ্দিনের লাশ।
রইচ উদ্দিনের পরিবার জানায়, গত ৩ নভেম্বর রাতে নিজ দোকান থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। অনেক খোঁজাখুজির পরও তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে ৮ নভেম্বর শাহজাদপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়। ১৫ দিন পর সোমবার তার মৃতদেহ পাওয়া গেলে পরিবারের সদস্যরা দাবি করেছেন, তাকে হত্যা করে খালের ধারে ফেলে রাখা হয়েছে।
শাহজাদপুর থানার ওসি মো. আছলাম আলী জানান, মৃতদেহটি সম্পূর্ণ পঁচে গলে যাওয়ায় চেনার উপায় নেই, তবে নিহতের পরিবারের দাবি অনুযায়ী, এটি রইচ উদ্দিনের মৃতদেহ। তিনি আরও বলেন, মৃতদেহের পরিচয় নিশ্চিত করার জন্য ডিএনএ টেস্ট করা হবে।
এদিকে, ঘটনাস্থলটিতে হাজার হাজার উৎসুক জনতা ভিড় করায় এলাকার মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
মতামত