ইংল্যান্ড নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ৫-০ গোলে হারিয়ে উয়েফা নেশনস লিগে গ্রুপ বি-২ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট অর্জন করলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় রানার্সআপ হয়ে পরবর্তী রাউন্ডে চলে গেছে গ্রিস।
রোববার ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন ও তার সতীর্থরা দুর্দান্ত ফুটবল প্রদর্শন করেন। প্রথমার্ধে ম্যাচটি ছিল সমান তালে, কিন্তু দ্বিতীয়ার্ধে খেলার মোড় ঘুরে যায়।
৫১ মিনিটে ইংল্যান্ডের অ্যাটাকিং মিডফিল্ডার জুড বেলিংহ্যামকে ফাউল করে আয়ারল্যান্ডের ডিফেন্ডার লিয়াম স্কেলস লাল কার্ড দেখেন এবং ১০ জনের দলে পরিণত হয় তারা। এই সুযোগে ইংল্যান্ড গোল বন্যা বইয়ে দেয়। ৫৩ মিনিটে হ্যারি কেইন পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন।
এরপর একে একে আরও ৪ গোল করেন ইংল্যান্ডের খেলোয়াড়রা—এন্টোনি গর্ডন (৫৫ মিনিট), কনোর গ্যালেহার (৫৮ মিনিট), জ্যারড বাউয়েন (৭৬ মিনিট), এবং টেইলর হারওয়ার্ড বেলিস (৭৯ মিনিট)। শেষ পর্যন্ত ম্যাচটি ৫-০ ব্যবধানে শেষ হয়।
কার্সলি বলেন, "এটি অনেক খেলোয়াড়ের জন্য একটি দুর্দান্ত সন্ধ্যা ছিল। প্রধান লক্ষ্য ছিল কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন করা। আমি ছেলেদের নিয়ে গর্বিত, তারা দুর্দান্ত আগ্রাসন ও ইচ্ছাশক্তি নিয়ে খেলেছে।"
কার্সলির অধীনে ইংল্যান্ড ৬ ম্যাচের ৫টিতে জয় লাভ করেছে, এবং আগামী জানুয়ারিতে ইংল্যান্ডের হেড কোচ হিসেবে দায়িত্ব নেবেন টমাস টুখেল।
মতামত