ক্রিকেট

দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়ার কারণে এনসিএলের এবারের মৌসুমে আর খেলা হচ্ছে না আকবর আলীর।

দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়ার কারণে এনসিএলের এবারের মৌসুমে আর খেলা হচ্ছে না আকবর আলীর।

ছবি : মুন টাইমস নিউজ খেলাধুলা ডেস্ক


প্রকাশিত : ২১ নভেম্বর ২০২৪, সন্ধ্যা ৭:০০ আপডেট : ২১ নভেম্বর ২০২৪, রাত ১১:১৭

 রংপুরের অধিনায়কের দায়িত্বে রয়েছেন আকবর আলী। পঞ্চম রাউন্ডে বরিশাল বিভাগের বিপক্ষে ম্যাচে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে আম্পায়ারের সাথে আগ্রাসী আচরণ দেখিয়েছিলেন আকবর। পরে আউট হয়ে ফেরার সময় ব্যাট দিয়ে সজোরে আঘাত করেছেন চেয়ারে। এমন কাজ করে লেভেল ২ পর্যায়ের অপরাধ করেছেন আকবর। যার ফলে শাস্তি হিসেবে তাকে ২ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।  

এনসিএলের এবারের মৌসুমে এখনও পর্যন্ত ৫টি রাউন্ড সম্পন্ন হয়েছে। বাকি আছে ২ রাউন্ড। ২ ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়ার কারণে এনসিএলের এবারের মৌসুমে আর খেলা হচ্ছে না আকবর আলীর।

বরিশালের বিপক্ষে ম্যাচে প্রথম ইনিংসে ২১ রান করেন আকবর আলী। পরে বল হাতে শিকার করেছিলেন ২ উইকেট। ম্যাচটা ড্র হয়েছিল।

২০২০ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জেতানো অধিনায়ক আকবর। ফাইনালে তার ধৈর্যশীল ইনিংসের কথা এখনও মনে থাকার কথা সবার। এছাড়া সর্বশেষ ইমার্জিং এশিয়া কাপে তার নেতৃত্বে খেলেছিল বাংলাদেশ দল।

ঘরোয়া ক্রিকেটে বেশ কিছুদিন ধরেই পরিচিত মুখ আকবর আলী। আগে জাতীয় দলে ডাক পেলেও এখনও আন্তর্জাতিক অভিষেক হয়নি।