সারাদেশ

কেন্দুয়ায় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

কেন্দুয়ায় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০২৪, দুপুর ১:৫৫ আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, রাত ৯:৪৩

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। 

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে কেন্দুয়া সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালন করা হয়।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আমিনুল ইসলাম জেনিস। 

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগ ও অবদান চিরস্মরণীয়। তাঁদের প্রতি আমাদের শ্রদ্ধা চিরকাল অটুট থাকবে।

অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের সদস্য সচিব জাকারুল ইসলাম। তিনি বলেন, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা বাংলার সূর্যসন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছিল। তাঁদের এই আত্মত্যাগ আমাদের দেশপ্রেমে অনুপ্রাণিত করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, কলেজের শিক্ষার্থীরা এবং কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের অন্যান্য সদস্যরা।