ইজতেমার মাঠে উঠল শোর,
শান্তি ভুলে হিংসা ঘোর।
ভাইয়ে ভাইয়ে বিভেদের ঝড়,
ধর্মের নামে রক্তের আড়।
চারজন গেলো জীবন হারায়,
পঞ্চাশ জন কাতর ব্যথায়।
ইসলামের পতাকা হলো মলিন,
বিবেক কি তবে এতোই কঠিন?
মাওলানাদের দলে দলে মার,
কোথায় রইল আল্লাহর দ্বার?
আমল বাড়ি করো কর্মস্থল,
মাঠে নয় আর রক্তের বল।
ধিক্কার তাদের, ধিক্কার শতবার,
ভাইয়ে ভাইয়ে করেছে সংহার।
শান্তির ধর্মে এ কেমন বাণী,
নাই যে তাতে মমতার কাহিনি।
উঠো মুসলিম, ফিরো শান্তিতে,
থামাও রক্ত আর হিংসার স্মৃতিতে।
ভ্রাতৃত্ব ফেরাও, শান্তি আনো মনে,
ইসলামের ছায়া ফিরুক জীবনে।
মতামত