শিক্ষা

সিরাজগঞ্জের আয়শা রশিদ বিদ্যানিকেতনে বৃত্তি পরীক্ষায় ৪০০ শিক্ষার্থীর অংশগ্রহণ

সিরাজগঞ্জের আয়শা রশিদ বিদ্যানিকেতনে বৃত্তি পরীক্ষায় ৪০০ শিক্ষার্থীর অংশগ্রহণ

প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৫, দুপুর ২:২০

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের আয়শা রশিদ বিদ্যানিকেতনের উদ্যোগে ৩য়, ৫ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আয়োজিত স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৮ জানুয়ারি) সকালে চাঁদপাল কালিদাসগাঁতী ক্যাম্পাসে এই পরীক্ষায় চারশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

৩য় শ্রেণির ডা. মো. ইউসুফ তালুকদার স্মৃতি বৃত্তি, ৫ম শ্রেণির আবু সাঈদ তালুকদার স্মৃতি বৃত্তি এবং ৮ম শ্রেণির শহীদ মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০২৪ অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়।

পরীক্ষার সময় উপস্থিত ছিলেন পাবনার সাথিয়া উপজেলার শিক্ষা কর্মকর্তা মো. হেলাল উদ্দিন, আয়শা রশিদ বিদ্যানিকেতনের অধ্যক্ষ আমিনা খাতুন, বিদ্যালয়ের পরিচালক ও অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম, সিরাজগঞ্জ টেলিভিশন ফোরামের সভাপতি এবং চ্যানেল আই-এর স্টাফ রিপোর্টার ফেরদৌস রবিন, সদর উপজেলার সাবেক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. ফরিদ আহমেদ এবং প্রাথমিক শাখার প্রধান শিক্ষক মো. গোলাম মওলা তালুকদার।

পরীক্ষার হল পরিদর্শনের সময় কর্তব্যরত কর্মকর্তারা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। আয়শা রশিদ বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা ডা. আশরাফুল ইসলাম জানান, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার মান উন্নয়ন, মেধা যাচাই, এবং আলোকিত মানুষ গড়ার লক্ষ্যেই ২০১২ সাল থেকে এই বৃত্তি পরীক্ষা নিয়মিতভাবে আয়োজন করা হচ্ছে।

উল্লেখ্য, আয়শা রশিদ বিদ্যানিকেতন শিক্ষার্থীদের মেধাবিকাশে অবদান রাখার জন্য ধারাবাহিকভাবে এ ধরনের আয়োজন করে আসছে, যা স্থানীয়ভাবে শিক্ষার গুণগত মান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলছে।