অর্থনীতি

নওগাঁর মান্দায় সাড়ে ৩ কোটি টাকার গাজর বিক্রির সম্ভাবনা

নওগাঁর মান্দায় সাড়ে ৩ কোটি টাকার গাজর বিক্রির সম্ভাবনা

প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৫, রাত ১:১৫ আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, রাত ১:১৭

নওগাঁর মান্দা উপজেলায় এ বছর অনুকূল আবহাওয়া এবং উন্নতমানের বীজের কারণে গাজরের বাম্পার ফলন হয়েছে। ফলে কৃষকেরা সাড়ে ৩ কোটি টাকার গাজর বিক্রির আশা করছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে মান্দা উপজেলায় প্রায় ৬০০ বিঘা জমিতে গাজরের চাষ হয়েছে। এর মধ্যে বিলকরিল্যা, কুসুম্বা ও বাদলঘাটাসহ আশপাশের এলাকায় চাষ বেশি হয়েছে। এতে অন্তত ৭২ হাজার মণ গাজর উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যার বাজার মূল্য ৩ কোটি টাকার ওপরে।

রবিবার (২৭ জানুয়ারি) বিলকরিল্যা গ্রামে গিয়ে দেখা গেছে, ৯টি মেশিনের মাধ্যমে গাজর পরিষ্কার করা হচ্ছে। কৃষকেরা খেত থেকে তোলা গাজর মেশিনে পরিষ্কার করে পাইকারদের কাছে বিক্রি করছেন। প্রতিমণ গাজর প্রকারভেদে ৫২০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

গ্রামের কৃষক হানিফ উদ্দিন মণ্ডল জানান, তিনি ১৫ বিঘা জমিতে গাজরের চাষ করেছেন। প্রতি বিঘায় খরচ হয়েছে ১৪-১৫ হাজার টাকা। উৎপাদন হয়েছে ১৩০-১৪০ মণ করে, যেখানে বিঘাপ্রতি লাভ হবে ৪০-৪৫ হাজার টাকা।

উপজেলার কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, এ বছর আবহাওয়া ছিল গাজর চাষের জন্য আদর্শ। উৎপাদনের সঙ্গে বাজারের দাম ভালো থাকায় কৃষকেরা আশানুরূপ লাভবান হবেন।