শিক্ষা

শিক্ষাবিদ ছায়েদুল হক মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত

শিক্ষাবিদ ছায়েদুল হক মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত

প্রকাশিত : ১ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৪:১৮

শিক্ষা ও জনকল্যাণমূলক সামাজিক প্রতিষ্ঠান মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবিদ ছায়েদুল হক মেধাবৃত্তি-২০২৪ এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান এবং শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ গার্লস গাইড, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক ও শ্রেষ্ঠ গার্লস গাইডকে শিক্ষা সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

শনিবার (১ ফেব্রুয়ারি) গুপ্তছড়া বাজার ফাউন্ডেশন প্রাঙ্গণে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি ও সন্দ্বীপ উপজেলার নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ুথ গ্রুপের ফাউন্ডার চেয়ারম্যান ও বিশিষ্ট লেখক ড. আবুল কাসেম হায়দার এবং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামসুল আহসান খোকনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আজমত আলী বাহাদুর, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া, সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, আব্দুল ওহাব কবির ও কাউছার আহমেদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্দ্বীপ মেরিন সার্ভিস লিমিটেডের চেয়ারম্যান জসীম উদ্দিন ভূঁইয়া, সন্দ্বীপ সোসাইটি ইউএসএর উপদেষ্টা বাবর উদ্দিন, গোলাম মাহমুদ, এস এম ইদ্রিস, চট্টগ্রাম সমিতির আজীবন সদস্য জয়নাল আবেদীন, শফিকুল ইসলাম, মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের উপদেষ্টা বখতিয়ার উদ্দিন ও ইকবাল হায়দার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো. হানিফ, দিদার হোসেন, সুব্রত চন্দ্র রায়; প্রধান শিক্ষক জামসেদ উদ্দিন, আনোয়ারুল কবির, আব্দুল হান্নান; কাজী আনোয়ার হোসেন, ফজলুল করিম, মশিউর রহমান, মাঈন উদ্দীন, মাওলানা আবু তাহের, ফখরুল ইসলাম, নিজাম উদ্দিন, আসিফ আকতার, আনিস আকতার টিটু, সাংবাদিক ইলিয়াছ সুমন, সাংবাদিক জাহেদুল ইসলাম শিহাব, সাংবাদিক সাজিদ মোহনসহ বিভিন্ন বিদ্যালয়-মাদ্রাসার শিক্ষক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম বলেন, এটি শুধু একটি মেধাবৃত্তি নয়, এটি শিক্ষার্থীদের নিষ্ঠা ও অধ্যবসায়ের স্বীকৃতি। এ অর্জনের উদ্দেশ্য শুধুমাত্র ভালো ফল নয়, বরং একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠা। এই পুরস্কার ভবিষ্যতে শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে।

তিনি আরও বলেন, ফাউন্ডেশনের মাধ্যমে এলাকার মানুষের জন্য কাজ করছি। এ প্রতিষ্ঠান আপনাদের, এটি সন্দ্বীপ তথা বাংলাদেশের একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করছি।