শিক্ষা

সিরাজগঞ্জে ৭৪৭ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা সনদ

সিরাজগঞ্জে ৭৪৭ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা সনদ

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৪:৫৩

সিরাজগঞ্জের কামারখন্দে খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার ১৩৪টি বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ৭৪৭ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ফারুক হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল, কামারখন্দ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আদনান মুস্তাফিজ এবং কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান। স্বাগত বক্তব্য দেন চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. তোজাম্মেল হক।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন মেধাভিত্তিক প্রতিযোগিতা, যার মধ্যে "মেধায় মাতি" পর্বটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে উপভোগ্য ছিল। ফাউন্ডেশনের বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খানের উপস্থাপনায় পুরো অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। এছাড়া, শিক্ষার্থীদের বিনোদন ও শিক্ষা বিস্তারের লক্ষ্যে "ভেবেছিলাম" শীর্ষক একটি নাটক মঞ্চস্থ করা হয়, যেখানে অভিনয় করে তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বক্তব্যে খাজা টিপু সুলতান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভালো মানুষ হতে হলে শুধুমাত্র ভালো রেজাল্টই যথেষ্ট নয়, সত্যিকারের সৎ জীবনযাপন জরুরি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও দায়িত্ববোধের সঙ্গে চলতে হবে। ব্যবসায়ী হলে সততার সঙ্গে কাজ করা চ্যালেঞ্জিং হতে পারে, তবে এটি করা আবশ্যক। চাকরি বা অন্য কোনো দায়িত্ব পালনেও ঈমানদার হতে হবে।

তিনি আরও বলেন, আমার কর্তব্য সম্পর্কে সব সময় সজাগ থাকতে হবে এবং সঠিকভাবে তা পালন করতে হবে। ছোট বয়স থেকেই দায়িত্বশীলতা ও হিসাবযোগ্যতা শেখা গুরুত্বপূর্ণ। বাবা-মায়ের চিন্তা থেকে মুক্ত রাখতে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা জরুরি। দায়িত্ববোধ ও জবাবদিহিতা শেখা জীবনের সব ক্ষেত্রে সাহায্য করবে, বিশেষ করে বড় হয়ে।

অনুষ্ঠানে বক্তারা মেধাবী শিক্ষার্থীদের এই পুরস্কার ভবিষ্যতে আরও উৎসাহিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।