খেলাধুলা

এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ

এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ

ছবি : সংগৃহীত


প্রকাশিত : ২৫ মার্চ ২০২৫, রাত ১০:২০

ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের নিজেদের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে বাংলাদেশ। এই ম্যাচটি ছিল বাংলাদেশের ফুটবলের জন্য বিশেষ, কারণ এই ম্যাচের মধ্য দিয়ে দেশের ফুটবলের সবচেয়ে আলোচিত নাম হামজা দেওয়ান চৌধুরী অভিষেক করেছেন।

ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে, সন্ধ্যা সাড়ে ৭টায়। রুদ্ধশ্বাস এই নাটকীয় ম্যাচে কোন দলই জয় পায়নি এবং ফলাফল ছিল ০-০, ফলে ভারত ও বাংলাদেশ পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে।

ম্যাচের প্রথম মিনিট থেকেই উত্তেজনা সৃষ্টি হতে শুরু করে। ভারতের গোলরক্ষক বিশাল কৈথের অদ্ভুত এক ভুলে বল চলে আসে বাংলাদেশের ফরোয়ার্ড মজিবুর রহমান জনির কাছে। মাত্র কয়েক গজ দূর থেকে শট নিলেও, তীক্ষ্ণ অ্যাঙ্গেল থেকে নেয়া শটটি সাইডনেটে লেগে যায়, যা বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য বড় হতাশার সৃষ্টি করে।

এরপর, প্রথমার্ধের বড় অংশে রাকিব, শাহরিয়ার ইমন, মজিবুর রহমান একাধিক সুযোগ তৈরি করলেও, তারা ভারতের গোলপোস্টে বল ঢুকাতে ব্যর্থ হয়। ভারতও সুযোগ পেয়েছিল তবে তাদের ফরোয়ার্ড লাইনআপ, যার মধ্যে সুনীল ছেত্রী ছিলেন, কেউই গোল করতে পারেনি।

২১ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন বাংলাদেশ দলের অধিনায়ক তপু বর্মন। তার জায়গায় মাঠে নামেন রহমত মিয়া। প্রথমার্ধের শেষ দিকে, ফ্রি কিক থেকে লিস্টন কোলাসোর শট হৃদয় হেড দিয়ে ক্লিয়ার করতে গিয়ে প্রায় নিজের গোল পোস্টে বল ঢোকাতে যাচ্ছিলেন। প্রথমার্ধটি গোলশূন্যভাবেই শেষ হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই হামজা দেওয়ান চৌধুরীর দারুণ এক ট্যাকলে বাংলাদেশ বিপদের হাত থেকে রক্ষা পায়। প্রথমার্ধে একাধিক সুযোগ হারানো বাংলাদেশ ম্যাচের ৬১ মিনিটে আবারো গোল করার একটি সুযোগ পায়, তবে তারা গোল করতে পারেনি।

ভারতও দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও, তারা কোনো গোল করতে সক্ষম হয়নি। ৭৮ মিনিটে, বাংলাদেশ কোচ দুটি পরিবর্তন করেন। মোরছালিন ও হৃদয়কে তুলে মাঠে নামানো হয় মোহাম্মদ সোহেল ও সোহেল রানা।

তবে, এই পরিবর্তনেও বাংলাদেশ ফলাফল নিজেদের করে নিতে পারেনি এবং ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়।