বিনোদন

এই ঈদে প্রকাশিত হলো আর.জে মানিকের নতুন গান ‘সইতে পারি না’

এই ঈদে প্রকাশিত হলো আর.জে মানিকের নতুন গান ‘সইতে পারি না’

প্রকাশিত : ৩০ মার্চ ২০২৫, দুপুর ২:৪২

ঈদ উপলক্ষে কে মিডিয়া ইউটিউব চ্যানেলের ব্যানারে প্রকাশিত হলো আর.জে মানিকের নতুন মিউজিক ভিডিও ‘সইতে পারি না’। প্রেম, ভালোবাসা ও কষ্টের ভিন্নধর্মী গল্প নিয়ে গানটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা ও অভিনেতা রাজ/হৃদয়।

গানটি প্রযোজনা করেছেন বাংলাদেশি প্রবাসী রবিউল ইসলাম (দুবাই)। ভিডিওতে অভিনয় করেছেন টিকটকে জনপ্রিয় ফেমাস আর্টিস্ট চিরঞ্জিত ও বিথী সাগমা। কেরানীগঞ্জের বিভিন্ন গ্রামীণ লোকেশনে চিত্রায়িত এই মিউজিক ভিডিওটি শ্রোতাদের বিশেষভাবে আকর্ষণ করবে বলে মনে করছেন নির্মাতারা।

এর আগে নির্মাতা রাজ/হৃদয় ‘দূর প্রবাসে নাইরে আপন’, ‘স্কুল জীবনের ভালোবাসা’, ‘অহংকারী মাইয়া’, ‘পিরিতের কৌশল’, ‘মনটা দিলা অনেক বড়’, ‘মনের ব্যাথা’, ‘কলিজা পোড়া’-সহ বেশ কয়েকটি জনপ্রিয় গান উপহার দিয়েছেন।

গানটির কথা লিখেছেন লাবলু হোসাইন, সুর ও সংগীতায়োজন করেছেন আনিম খান। কে মিডিয়া টিম জানায়, তারা দর্শকদের ভালো মানের কনটেন্ট উপহার দিতে সবসময় সচেষ্ট এবং ভবিষ্যতেও আরও ভালো কিছু উপহার দেওয়ার পরিকল্পনা রয়েছে।