ছবি : মুন টাইমস
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নীলফামারীর জলঢাকা উপজেলায় কলেজপাড়া নাইট সুপারলীগ সিজন ২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩রা এপ্রিল) রাতে উপজেলার জলঢাকা সরকারি কলেজ মাঠের খেলায় কলেজপাড়া জাগুয়ার টাইব্রেকারে ৪--৩ গোলে কলেজপাড়া কিংস ফুটবল একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে ডাঃ ফিরোজ আহমেদ উভয় দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সাগর, হাসনাত, মিথুন বাবু ও দ্বীপ বাবু প্রমুখ। কলেজপাড়া যুবসমাজের আয়োজনে টুর্নামেন্টে ৪টি দল অংশগ্রহণ করে।
মতামত