ছবি : মুন টাইমস
নীলফামারীর জলঢাকা উপজেলায় স্বাধীনতা কাপ আন্তঃ উপজেলা প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) সকালে উপজেলা স্টেডিয়াম মাঠে এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুক্তা হিমাগার ও এস আলী এগ্রো ইন্ডাঃ এন্ড ট্রেড লিমিটেডের এমডি শরিফুল ইসলাম বাবু। এসময় জলঢাকা ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সাজু সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।
খেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম, থানা অফিসার ইনচার্জ আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট আব্দুল বাছেত, জলঢাকা সরকারি কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল মামুন ও উপজেলা স্কাউটস এর সাবেক সম্পাদক সাংবাদিক মর্তুজা ইসলাম মাস্টার প্রমুখ। উদ্বোধনী খেলায় জলঢাকা ক্রিকেটার্স ৪ উইকেটে বালাগ্রাম ক্রিকেটার্সকে পরাজিত করে। জলঢাকা ক্রিকেট এসোসিয়েশনের আয়োজনে টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করছে।
মতামত