শিক্ষা

কুমিল্লা বোর্ডে এবার এসএসসিতে ঝরে পড়েছে ২৩ হাজারের অধিক শিক্ষার্থী

কুমিল্লা বোর্ডে এবার এসএসসিতে ঝরে পড়েছে ২৩ হাজারের অধিক শিক্ষার্থী

প্রকাশিত : ৮ এপ্রিল ২০২৫, রাত ২:২১

আগামী বৃহস্পতিবার (১০ এপ্রিল) শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। তবে কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার পরীক্ষার্থীদের অংশগ্রহণে দেখা দিয়েছে উল্লেখযোগ্য ঘাটতি। চলতি বছর বোর্ডে ২৩ হাজার ৩৫১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে না।

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্র জানায়, যদিও গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ১৩ হাজার ৭৪৮ জন, তবুও এক বড় সংখ্যক শিক্ষার্থী ঝরে পড়েছে। বিজ্ঞান বিভাগেও শিক্ষার্থীর সংখ্যা কমেছে। এবারের পরীক্ষায় মেয়েদের অংশগ্রহণ ছেলেদের তুলনায় বেশি এবং শিক্ষাক্ষেত্রেও মেয়েরা এগিয়ে রয়েছে।

বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মো. কবীর উদ্দিন আহমেদ জানান, যারা ফরম পূরণ করেনি, তাদের অধিকাংশই স্কুলের নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। কেউ কেউ একাধিক বিষয়ে ফেল করেছে, আবার অনেকেই কম নম্বর পাওয়ায় স্কুল কর্তৃপক্ষ তাদের পরীক্ষার ফরম পূরণে অনুমতি দেয়নি। তাদের প্রস্তুতি ছিল না, তাই পরীক্ষায় অংশ নিলে ফলাফলে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. নিজামুল করীম বলেন, শিক্ষার্থীদের শিক্ষায় মনোযোগ দিন দিন কমছে। বিশেষ করে ছেলেরা মোবাইল ও বাইকের প্রতি অতিমাত্রায় আসক্ত। এর ফলে তারা সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন প্ল্যাটফর্মে সময় ব্যয় করছে, যা তাদের লেখাপড়ায় মনোযোগহীন করে তুলছে।

তিনি আরও বলেন, অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের অনেকেই ঠিকভাবে প্রস্তুতি নিতে পারেনি। কেউ কেউ পরীক্ষার সময় পেছানোরও দাবি জানিয়েছে। এসব মিলিয়ে সময়মতো পরীক্ষা নেওয়াটাও বর্তমানে একটি চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে।