খেলাধুলা

আন্তঃ উপজেলা প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্টে জলঢাকা ক্রিকেটার্স চ্যাম্পিয়ন

আন্তঃ উপজেলা প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্টে জলঢাকা ক্রিকেটার্স চ্যাম্পিয়ন

ছবি : মুন টাইমস


প্রকাশিত : ৯ এপ্রিল ২০২৫, সন্ধ্যা ৮:৩৫

নীলফামারীর জলঢাকা উপজেলায় স্বাধীনতা কাপ আন্তঃ উপজেলা প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্টে জলঢাকা ক্রিকেটার্স চ্যাম্পিয়ন হয়েছে। আজ বুধবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলা স্টেডিয়াম মাঠের খেলায় তারা মিরগঞ্জ এমসিসি ক্রিকেট একাদশ কে ১৮ রানে পরাজিত করে এই শিরোপা লাভ করে। খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন মুক্তা হিমাগার ও এস আলী এগ্রো ইন্ডাঃ এন্ড ট্রেড লিমিটেডের এমডি শরিফুল ইসলাম বাবু। এসময় তিনি মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নাই বলে এরকম টুর্নামেন্ট আয়োজন বেশি বেশি করার আহবান জানান। খেলায় সভাপতিত্ব করেন জলঢাকা ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সাজু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা ক্রিকেট দলের কোচ জামিউল ইসলাম বাবুল, জাতীয় নাগরিক কমিটির স্থানীয় প্রতিনিধি মোহাইমেনুর রহমান সানা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন প্রমুখ। জলঢাকা ক্রিকেট এসোসিয়েশনের আয়োজনে টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করে।