শিক্ষা

সালথায় দ্বিতীয় দিনে এসএসসি-সমমান পরীক্ষায় অনুপস্থিত ১৩ শিক্ষার্থী

সালথায় দ্বিতীয় দিনে এসএসসি-সমমান পরীক্ষায় অনুপস্থিত ১৩ শিক্ষার্থী

প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২৫, বিকাল ৪:৪৪

ফরিদপুরের সালথা উপজেলায় এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার দ্বিতীয় দিনেও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে উপজেলার একটি কেন্দ্র ও দুটি ভেন্যুতে একযোগে শুরু হয় পরীক্ষা, যা চলে বেলা ১টা পর্যন্ত।

সকাল থেকেই পরীক্ষার্থীরা নিজ নিজ কেন্দ্রে হাজির হতে থাকে। কেন্দ্রগুলোতে উপস্থিত ছিলেন সালথা থানা পুলিশের সদস্যরা, যারা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন। পরীক্ষাকেন্দ্রগুলোতে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

এ বছর সালথা উপজেলায় মোট পরীক্ষার্থী ছিল ৮৯২ জন। তবে দ্বিতীয় দিনের পরীক্ষায় অংশ নেয়নি ১৩ জন শিক্ষার্থী। এর মধ্যে এসএসসিতে অনুপস্থিত ছিল ১২ জন ও দাখিলে ১ জন। এসএসসি ভোকেশনাল শাখার সকল পরীক্ষার্থীই উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে সালথা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকি বলেন, শান্তিপূর্ণ পরিবেশে নকলমুক্তভাবে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছিল।

তিনি আরও জানান, অনুপস্থিত শিক্ষার্থীদের বিষয়ে কেন্দ্রভিত্তিক তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।