বিশেষ

শাহজাদপুরে মুন টাইমস নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

শাহজাদপুরে মুন টাইমস নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৫, রাত ৯:২০ আপডেট : ২১ এপ্রিল ২০২৫, রাত ১:৫০

সিরাজগঞ্জের শাহজাদপুরে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল মুন টাইমস নিউজ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

রবিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ঐতিহ্যবাহী শাহজাদপুর প্রেসক্লাবে স্থানীয় গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এই বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাই টিভির শাহজাদপুর উপজেলা প্রতিনিধি জাকারিয়া মাহমুদ।

আলোচনা পর্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন এশিয়ান টিভির শাহজাদপুর প্রতিনিধি মোঃ ওমর ফারুক, প্রেসক্লাবের অন্যতম সদস্য মোঃ মামুন রানা, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, অর্থ সম্পাদক মাসুদ মোশারফ, রাজধানী টিভির প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম পলাশ, প্রেসক্লাবের কার্যকরী সদস্য আরিফুল ইসলাম, মিঠুন বসাক, আমিনুল ইসলাম বাবু, নয়ন ইসলাম এবং আসাদুর রহমান আসাদসহ আরও অনেকে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী গণমাধ্যমকর্মীরা মুন টাইমস নিউজের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং ভবিষ্যতেও সত্যনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা ব্যক্ত করেন।

মুন টাইমস নিউজের পক্ষ থেকে জানানো হয়, এই পথচলা পাঠকের ভালোবাসা ও সহযোগিতাতেই সম্ভব হয়েছে। ভবিষ্যতে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আরও দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রাখা হবে।