ফিচার

সাহাপুর রাজবাড়ি: শাহরাস্তির ৫০০ বছরের পুরনো ঐতিহাসিক জমিদার বাড়ি

সাহাপুর রাজবাড়ি: শাহরাস্তির ৫০০ বছরের পুরনো ঐতিহাসিক জমিদার বাড়ি

প্রকাশিত : ২১ এপ্রিল ২০২৫, বিকাল ৩:২৪

চাঁদপুরের শাহরাস্তিতে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রায় পাঁচশ’ বছরের পুরনো সাহাপুর রাজবাড়ি। 

স্থানীয়ভাবে এটি সাহাপুর চৌধুরী বাড়ি নামেও পরিচিত। ধারণা করা হয়, পঞ্চদশ শতকে রাজা শিবানন্দ খাঁ এ রাজবাড়ির প্রতিষ্ঠা করেন। যদিও এর কোনো শিলালিপি এখনো পর্যন্ত পাওয়া যায়নি, তবে রাজবাড়ির বংশধর ভূপেষ রায় চৌধুরীর মতে, রাজা শিবানন্দ খাঁ নিজ মেহের অঞ্চল থেকে এসে সাহাপুর গ্রামে রাজত্ব গড়ে তোলেন এবং নির্মাণ করেন এই রাজপ্রাসাদ।

সাহাপুর রাজবাড়িটি ছিল প্রাচীন মেহের পরগণার রাজধানী। ইতিহাসপ্রেমী পর্যটকদের কাছে এর আকর্ষণ বরাবরই অন্যরকম। সময়ের ভাঙনে ক্ষতিগ্রস্ত হলেও এখনো এর দেয়াল ও নকশাগুলোর ছাপ স্পষ্টভাবে দৃশ্যমান। এ স্থাপনাটি জঙ্গলে ঘেরা এবং এর অভ্যন্তরে রয়েছে সুড়ঙ্গপথ, বিশ্রামকক্ষ, পানশালা, শানবাঁধানো পুকুর, ঠাকুর মন্দির, নাট্যমন্দির, খাজাঞ্চিখানা এবং মূল রাজবাড়ি।

কথিত আছে, এক সময় রাজা তার বিরোধীদের এই রাজবাড়ির গোপন সুড়ঙ্গপথে ফেলে দিতেন এবং কেউ আর সেখান থেকে ফিরে আসতো না। বর্তমানে স্থাপনাটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সাধারণ পর্যটকদের প্রবেশ সীমিত। তবে বাড়ির অভ্যন্তরে বসবাসরত বংশধরদের অনুমতি নিয়ে ভেতরে প্রবেশের সুযোগ মেলে।

রাজবাড়ির কাছাকাছি নাওড়া গ্রামে রয়েছে সত্যরাম মজুমদারের মঠ নামের তিন শতাধিক বছরের পুরনো একটি স্থাপনা। ১৭৯১ সালে সাহাপুর রাজবংশের দেওয়ান সত্যরাম মজুমদার এটি নির্মাণ করেন বলে ধারণা করা হয়। তবে কেউ কেউ বলেন, এটি নির্মাণ করেছিলেন জমিদার শৈলনাথ মজুমদার, তার মায়ের সমাধির স্মৃতিতে।

সাহাপুর রাজবাড়ি শুধু একটি পুরনো স্থাপনা নয়, এটি ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন, যা সংরক্ষণ ও গবেষণার দাবি রাখে।