কৃষি

কাউনিয়ায় ধান ফসলে রোগ দমনে কার্যকর ‘অতন্দ্র জরিপ’ পদ্ধতি

কাউনিয়ায় ধান ফসলে রোগ দমনে কার্যকর ‘অতন্দ্র জরিপ’ পদ্ধতি

প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৫, বিকাল ৫:১৮

রংপুরের কাউনিয়ায় ধানসহ অন্যান্য ফসলের রোগ ও পোকামাকড় দমনে নতুন আশার আলো হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে ‘অতন্দ্র জরিপ’ পদ্ধতি। কৃষি বিভাগ বলছে, এ পদ্ধতি অনুসরণ করে চাষিরা আগেভাগেই রোগবালাই শনাক্ত করতে পারছেন, যার ফলে সময়মতো কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, অতন্দ্র জরিপ পদ্ধতিতে নির্দিষ্ট ব্লকের একটি নির্বাচিত জমিতে প্রতি নির্দিষ্ট সময় পরপর নিয়মিতভাবে ফসলের গোছাগুলো পর্যালোচনা করে পোকা-মাকড়, রোগ, পানির অবস্থা ও আবহাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়। এসব তথ্য বিশ্লেষণ করে রোগবালাই নিয়ন্ত্রণের কার্যকর পরিকল্পনা করা হয়।

বর্তমানে কাউনিয়া উপজেলায় ৫টি ব্লকে এই পদ্ধতিতে নিয়মিত সার্ভিল্যান্স পরিচালনা করা হচ্ছে। 

রবিবার (২০ এপ্রিল) শহীদবাগ ইউনিয়নের সাব্দী ব্লকে কৃষক রোস্তম আলীর জমিতে অতন্দ্র জরিপ চালানো হয়। জরিপকৃত প্লটের আয়তন ছিল ৫০ শতাংশ এবং পুরো মাঠের আয়তন ২০ হেক্টর।

জানা গেছে, প্রতি ৫০ শতক জমিতে কোনাকুনিভাবে ২০টি ধানের গোছা নির্বাচন করা হয়। এরপর প্রতি গোছায় থাকা ক্ষতিকর ও উপকারী পোকা এবং পাতার সংখ্যা গুনে নথিভুক্ত করা হয়। এই পদ্ধতির মাধ্যমে চাষিরা রোগের আক্রমণ শুরু হওয়ার আগেই সতর্ক হতে পারছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারছেন, ফলে ফসলের ক্ষতি কমে আসছে ও কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

উপসহকারী কৃষি কর্মকর্তা মোহর আলী বলেন, অতন্দ্র জরিপ পদ্ধতি রোগবালাই নিয়ন্ত্রণে খুবই কার্যকর। এটি অনুসরণ করলে অপ্রয়োজনীয় কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারের প্রয়োজন হয় না।

উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আকতার বলেন, এই পদ্ধতিতে চাষিরা রোগের প্রাদুর্ভাব শুরুর আগেই সতর্ক হবার সুযোগ পাচ্ছেন। পোকা দমনেও এটি কার্যকর হওয়ায় দিন দিন কৃষকের মধ্যে এর জনপ্রিয়তা বাড়ছে।