বিনোদন

খুব শীঘ্রই এ.আর মিউজিক এর ব্যানারে আসছে মারুফ হাসানের নতুন গান ‘নেশা হৃদয় জুড়ে’

খুব শীঘ্রই এ.আর মিউজিক এর ব্যানারে আসছে মারুফ হাসানের নতুন গান ‘নেশা হৃদয় জুড়ে’

প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৫, রাত ১০:৩৮

তরুণ কণ্ঠশিল্পী মারুফ হাসানের নতুন গান ‘নেশা হৃদয় জুড়ে’ শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে। গানটি এ.আর মিউজিক অফিসিয়াল এর ব্যানারে মুক্তি পাবে বলে জানা গেছে।

গানটির কথা লিখেছেন এস.আর রিফাত এবং সুর করেছেন আসিফ জয়। সংগীত পরিচালনা করেছেন দেশের জনপ্রিয় সংগীত পরিচালক জামি উল হাসান। ভিডিও পরিচালনায় ছিলেন রুমান আজাদ। প্রযোজনায় ছিলেন এস.আর রিফাত ও আসিফ জয়।

গানটির বিষয়ে মারুফ হাসান বলেন, গানের কথা, সুর আর সংগীতের মেলবন্ধন দারুণ হয়েছে। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো কিছু উপহার দিতে। আশা করি শ্রোতারা গানটি পছন্দ করবেন।

এ.আর মিউজিক অফিসিয়ালের কর্ণধার আসিফ জয় ও এস.আর রিফাত জানান, এই গান ছাড়াও আমাদের ব্যানারে একাধিক নতুন শিল্পীর গান মুক্তির অপেক্ষায় রয়েছে। আমরা বাংলা গানের বিকাশে কাজ করছি। সবার কাছে দোয়া ও ভালোবাসা চাই।

তরুণ প্রতিভা আর অভিজ্ঞ সঙ্গীতশিল্পীদের মেলবন্ধনে সাজানো এই গান শ্রোতাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।