সিরাজগঞ্জের শাহজাদপুরে জমকালো আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ওস্তাদ শাহাদাৎ হোসেন ঝুনু ও ওস্তাদ আব্দুল ওয়াহাব কুনু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট।
শুক্রবার (০২ মে) শাহজাদপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ টুর্নামেন্টটি পরিণত হয় এক বিশাল ক্রীড়াউৎসবে, যেখানে মাঠজুড়ে ছিল দর্শকদের উচ্ছ্বাস আর প্রাণচাঞ্চল্য।
দিনাজপুর ঘোড়াঘাট একাদশ ও শাহজাদপুর একাদশের মধ্যকার হাড্ডাহাড্ডি লড়াইয়ে নির্ধারিত সময়ের খেলায় কোনো গোল না হলে ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। উত্তেজনাপূর্ণ সেই টাইব্রেকারে ৫-৪ গোল ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ঘোড়াঘাট একাদশ। ম্যাচজুড়ে অনবদ্য নৈপুণ্য দেখানো এবং ট্রাইব্রেকারে দুর্দান্ত সেভের মাধ্যমে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়ায় ঘোড়াঘাটের গোলরক্ষক রকি অর্জন করেন ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার।
বিশেষ আকর্ষণ হিসেবে টুর্নামেন্ট শুরু হয় সপ্তবর্ণ মডেল স্কুলের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লে পরিবেশনার মাধ্যমে। তাঁদের উপস্থাপনায় ফুটে ওঠে দেশের সংস্কৃতি, ঐতিহ্য যা দর্শক ও অতিথিদের মুগ্ধ করে।
মাঠভর্তি হাজারো দর্শকের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে এই টুর্নামেন্ট। আয়োজকদের তথ্যমতে, খেলাটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন প্রায় ১০ থেকে ১৫ হাজার দর্শক, যা এ অঞ্চলের ক্রীড়া আয়োজনের ক্ষেত্রে এক অনন্য নজির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ড. প্রফেসর এম এ মুহিত। বিশেষ অতিথি ছিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রাসেল সাবরিন।
আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নৌশাদ, সাবেক সাধারণ সম্পাদক হাজী আওয়াব আলী এবং উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার। এছাড়াও উপস্থিত ছিলেন শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল-আমিন হোসেনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আয়োজক কমিটি জানায়, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে, যা তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।
মতামত