ছবি : আরোহীর মটরসাইকেল |মুন টাইমস|
দিনাজপুরের পার্বতীপুরে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জাপান প্রবাসী মনজুরুল আলম (৫০) নামের এক ব্যক্তি। শনিবার সন্ধ্যায় এশার নামাজের কিছু আগে, আনুমানিক ৭টা ৩০ মিনিটে মহেশপুর গোলচত্বরে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ফুলবাড়ী পৌর এলাকার কাটাবাড়ী গ্ৰামের মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি কুরবানী ঈদ পালনে তার পরিবার নিয়ে গত ৯ দিন পূর্বে বাংলাদেশে আসেন।
বিষয়টি নিশ্চিত করে বড়পুকুরিয়া কয়লা খনির পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (নিরস্ত্র) মতিয়ার রহমান জানান, মনজুরুল একটি পালসার মোটরসাইকেলে করে সৈয়দপুর থেকে মহেশপুরের দিকে আসছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন অভি নামে এক যুবক। মনজুরুল পেছনের সিটে অবস্থান করছিলেন।
যাত্রাপথে পিছন থেকে একটি ‘তেলবাহী লরি’ তাদের পাশ কাটিয়ে যাওয়ার সময় হঠাৎ চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মনজুরুল। দুর্ঘটনার পর গুরুতর আহত হন চালক অভি। তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি বর্তমানে প্রাথমিক চিকিৎসাধীন রয়েছেন।
ইনস্পেক্টর মতিয়ার রহমান আরও জানান, অভিযুক্ত লরিটির খোঁজ তাৎক্ষণিকভাবে পাওয়া সম্ভব হয়নি। দুর্ঘটনার পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মনজুরুলের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেএইচ/এমটিএন
মতামত