ছবি : ঘটনাস্থল পরিদর্শন |মুন টাইমস|
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পাটশাও গ্রামে শ্বশুরবাড়ির আঙিনায় একটি আমগাছ থেকে মজনু মিয়া (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের আব্দুস সালামের ছেলে।
রোববার (২২ জুন) সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক। প্রাথমিক তদন্তে এটি ‘আত্মহত্যা’ বলেই ধারণা করা হচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য হারুন-উর-রশিদ জানান, সাত বছর আগে উপজেলার আলিমুদ্দিনের মেয়ে নাহিদা বেগমের সঙ্গে মজনুর বিয়ে হয়। তারপর থেকেই তিনি ঘরজামাই হিসেবে শ্বশুরবাড়ির আশ্রয়ণ প্রকল্পের ঘরে স্ত্রী ও পাঁচ বছরের ছেলেকে নিয়ে বসবাস করছিলেন। জীবিকার জন্য কখনও গাড়ির সহকারী আবার কখনও টিনমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন। এছাড়া তিনি মাদকাসক্ত ছিলেন বলেও জানান স্থানীয়রা।
নিহতের স্ত্রীর পরিবারের বরাতে ইউপি সদস্য জানান, শনিবার রাতে খাবার খেয়ে পরিবারের সঙ্গে ঘুমিয়ে পড়েন মজনু। রাতের কোনো এক সময় সবার অজান্তে বাড়ির সামনে থাকা আমগাছে উঠে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। সকালবেলা শাশুড়ি প্রথম তাকে গাছের সঙ্গে ঝুলতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হন। পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় পুলিশ একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেএইচ/এমটিএন
মতামত