রংপুর

জনগণের রায় কেড়ে নেওয়ার চেষ্টা করবেন না—অন্তর্বর্তী সরকারকে ডা. জাহিদের হুঁশিয়ারি

জনগণের রায় কেড়ে নেওয়ার চেষ্টা করবেন না—অন্তর্বর্তী সরকারকে ডা. জাহিদের হুঁশিয়ারি

ছবি : ডা. এজেডএম জাহিদ হোসেন |মুন টাইমস|


প্রকাশিত : ৩০ জুন ২০২৫, সন্ধ্যা ৬:১২

“জনগণের পক্ষে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার নয়, সেই অধিকার একমাত্র জনগণের”—অন্তর্বর্তী সরকারের উদ্দেশে এমনই কঠোর বার্তা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, “স্বৈরাচারের পথে হাঁটার চেষ্টা করলে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ষড়যন্ত্র থামান, জনগণকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিন।”

সোমবার (৩০ জুন) বিকেল সাড়ে ৩টায় বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. জাহিদ বলেন, “সব ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে অধিকারহারা মানুষদের তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। জনগণই ঠিক করবে কাকে নেতৃত্বে দেখতে চায়। সেই সিদ্ধান্ত নিজেদের হাতে নেওয়ার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও বলেন, “জনগণের ক্ষমতার ওপর আস্থা রাখুন। অতীতে যারা জনগণকে অগ্রাহ্য করে ক্ষমতায় থাকতে চেয়েছে, ইতিহাস তাদের কঠিন পরিণতির মুখোমুখি করেছে। অবিচার ও অত্যাচারের বিচার প্রচলিত আইনেই হবে। বিচার নিজের হাতে তুলে নেওয়ার মানসিকতা মেনে নেওয়া যায় না। দেশে শান্তি ফিরবে শুধুমাত্র আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই।”

অতীতের স্বৈরাচারী শাসনের উদাহরণ টেনে তিনি বলেন, “যারা সেই ভুল পথে হাঁটতে চায়, তারা স্বৈরাচারের দোসর এবং জনগণের শত্রু। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে সবাইকে সজাগ থাকতে হবে।”

তিনি আরও বলেন, আন্দোলনের পথে বাধা দেওয়া বা অন্য দলে বিশ্বাসী ব্যক্তিদের বিএনপিতে সদস্যপদ না দেওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা অধ্যাপক আকরাম হোসেন মন্ডল, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সাংগঠনিক সম্পাদক রেজা আহমেদ বিপুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান এবং সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জেএইচ/এমটিএন