ছবি : গণমাধ্যমে জনদুর্ভোগের সংবাদ প্রকাশের পর রাস্তা সংস্কার করে দৃষ্টান্ত স্থাপন বিএনপি'র
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের ধাড়িয়া বাজার থেকে কালকী গ্রাম পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা।কালকী গ্ৰামের জনগণের দুর্ভোগ নিয়ে গণমাধ্যমে "২০ বছরেও পাকা হয়নি রাস্তা, জনদুর্ভোগ চরমে" সংবাদ প্রকাশের পর শিবগঞ্জের মাটি ও মানুষের আস্থাভাজন শিবগঞ্জ উপজেলা বিএনপি\'র সভাপতি মীর শাহে আলমের নজরে আসলে রবিবার (২৯ জুন ) সকাল থেকে কিচক ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীর অংশগ্রহণে রাস্তা সংস্কারের কাজ শুরু করা হয়।
জানা যায, দীর্ঘ ২০ বছরেও পাকা হয়নি কালকী গ্রামের ওই রাস্তাটি। লাগেনি কোনো উন্নয়নের ছোয়া। সামন্য বৃষ্টিতে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কয়েক দিন বৃষ্টিতে রাস্তাটির বেহাল দশা হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিলো এলাকাবাসীর। এই কাঁচা রাস্তাটি প্রায় ১৬ পূর্বে বিএনপি সরকারের আমলে মীর শাহে আলমের সহযোগীতায় হয়ে ছিল।
স্থানীয়দের অভিযোগ, হাসিনা সরকারের আমলে রাস্তা পাকা করণের জন্য বরাদ্দ আসলেও আওয়ামীলীগের নেতারা এই রাস্তা পাকা না করে বরাদ্দটি অন্য জায়গায় নিয়ে যায়।
কিচক ইউনিয়ন বিএনপি\'র নেতৃবৃন্দরা জানান, কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ায় এই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিলো। পরে বিষয়টি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম দলীয়ভাবে আমাদের রাস্তাটি সংস্কারের নির্দেশ দেন। তার নির্দেশে আমরা রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছি এবং কাজ শুরু করেছি।
তারা আরও জানান, মানুষের দুর্ভোগ লাঘবে আমরা সবসময় পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। আমাদের দলের নেতাকর্মীরা জনগণের সেবায় সবসময় নিয়োজিত।
কিচক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন বলেন, গত কয়েক বছর যাবৎ রাস্তাটি পাকা করণের জন্য অনেক চেষ্টা করে আসতিছি। কিন্তু কাজ হয় না। এবার টানা বৃষ্টিতে রাস্তার অবস্থা এমন হয়েছিলো যে, যাতায়াত ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন। পরে রাস্তার দুর্ভোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে উপজেলা বিএনপি\'র সভাপতি মীর শাহে আলম রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন। পরে তার নির্দেশে কিচক ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা সংস্কার কাজ শুরু করেন। এতে আমি নিজেও অংশগ্রহণ করি।
মতামত