খেলাধুলা

উল্লাপাড়ায় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ

উল্লাপাড়ায় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ

প্রকাশিত : ৫ জুলাই ২০২৫, রাত ১১:৩১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাজাপুর ক্রীড়া সংঘ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার সলপ ইউনিয়নের রাজাপুর খেলার মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

রাজাপুর ক্রীড়া সংঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতার ফাইনালে প্রতিদ্বন্দিতা করে স্বাধীন বাংলা ফুটবল একাদশ ও ইলেভেন স্টার। তিব্র প্রতিদ্বন্দিতাপূর্ন খেলায় স্বাধীন বাংলা ফুটবল একাদশ ১-০ গোলে জয়লাভ করে।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। প্রধান অতিথি'র বক্তব্যে মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা আয়োজনের এমন উদ্যোগ গ্রহনের আহ্বান জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

খেলা শেষে অন্যান্য অতিথিদের সাথে নিয়ে বিজয়ী ও পরাজিত দলের মাঝে পুরস্কার বিতরন করেন মাওলানা রফিকুল ইসলাম খান।