ছবি : সংগৃহীত ছবি |মুন টাইমস|
দিনাজপুরের বিরামপুরে গরু চুরি করে জবাই করে ফ্রিজে মাংস সংরক্ষণের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ জুলাই) পৌরসভার জোয়াল কামড়া (রেলগেট) এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, বেগমপুর মহল্লার দারাজ উদ্দিনের ছেলে ইদ্রিস আলীর বাড়ি থেকে একটি অসুস্থ, গর্ভবতী গরু গভীর রাতে চুরি করে পাশ্ববর্তী জোয়াল কামড়া এলাকার আজাহার আলীর ছেলে কসাই মেহেদুল ইসলাম (৪২) ও তার ছোট ভাই রাজু আহমেদ (৩৫)। পরে মেহেদুলের নিজ বাড়িতে গরুটি জবাই করে, চামড়া ছাড়িয়ে মাংস আলাদা করে ফ্রিজে রেখে দেয় তারা।
ঘটনার খবর পেয়ে বিরামপুর থানার এসআই এরশাদ আলী দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে দুই আসামিকে আটক করেন। জিজ্ঞাসাবাদে মেহেদুলের স্বীকারোক্তির ভিত্তিতে তার বাড়ি থেকে চুরিকৃত গরুর মাংস উদ্ধার করা হয়।
জেএইচ/এমটিএন
মতামত