ছবি : আটককৃত ব্যক্তি |মুন টাইমস|
দিনাজপুরের হাকিমপুরে পুলিশের ধারাবাহিক অভিযানে নাশকতা পরিকল্পনার মামলার তিনজনসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) রাতব্যাপী অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয় এবং পরদিন দুপুরে আদালতে হাজির করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
হাকিমপুর থানার ওসি মো. নাজমুল হক জানান, নাশকতা পরিকল্পনার অভিযোগে দায়েরকৃত ১৭ নম্বর মামলায় পৌর এলাকার বাসুদেবপুরের জাহিদুল ইসলাম (৪৪), বড় জালালপুরের খায়রুল বাসার (৩৫) এবং ছোট ডাঙ্গাপাড়ার শহিদুল ইসলাম (৫৮)–কে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে জাহিদুল ও শহিদুল পৌর আওয়ামী লীগের দায়িত্বশীল পদে রয়েছেন এবং খায়রুল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এক নেতা।
এছাড়া থানায় চলমান অন্য একটি মামলায় ধরন্দা এলাকার সজল হোসেন (২৩) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের গ্রেফতারি পরোয়ানায় বড় ডাঙ্গাপাড়ার আল আমিন (৩২)–কে আটক করা হয়।
জানা গেছে, গত ২৭ মে হাকিমপুর থানায় দায়ের হওয়া একটি মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ আনা হয়। এরপর থেকেই পুলিশ অভিযান জোরদার করে।
এই অভিযানে নেতৃত্ব দেন হাকিমপুর থানার ওসি মো. নাজমুল হক। তাকে সহায়তা করেন পরিদর্শক (তদন্ত) এস এম জাহাঙ্গীর আলম, মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুজা মিয়া ও এসআই মোস্তাফিজুর রহমানসহ সঙ্গীয় ফোর্স।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জেএইচ/এমটিএন
মতামত