সারাদেশ

জয়পুরহাট জেলা বেসওয়া শাখার উদ্যোগে পরিচিতি ও মতবিনিময় সভা

জয়পুরহাট জেলা বেসওয়া শাখার উদ্যোগে পরিচিতি ও মতবিনিময় সভা

ছবি : জয়পুরহাট জেলা বেসওয়া শাখার উদ্যোগে পরিচিতি ও মতবিনিময় সভা


প্রকাশিত : ১১ জুলাই ২০২৫, রাত ১০:১১

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

জয়পুরহাটে গত বৃহস্পতিবার (১০ জুলাই ) সকাল ১০ টায় সদর উপজেলা অডিটরিয়াম হল রুমে  বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা (বেসওয়া) জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে সম্মানিত ক্যাপ্টেন (অবঃ) রেজাউল করিম এর সভাপতিত্বে এবং ওয়াঃ অফিঃ আব্দুর রহিম (অবঃ) এর সঞ্চালনায় পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে পবিত্র কুরআন  তেলাওয়াত করেন সার্জেন শফিকুল ইসলাম (অব:) ।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আফরোজা আক্তার চৌধুরী, জেলা প্রশাসক জয়পুরহাট, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কর্নেল (অবঃ) জগলুল আহসান, এসইউপি, পিএসসি, জি প্রধান উপদেষ্টা বেসওয়া, কেন্দ্রীয় কমিটি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,

আব্দুল ওহাব, পুলিশ সুপার জয়পুরহাট, বীরমুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব:) মোঃ মতিউর রহমান, সভাপতি বেসওয়া, কেন্দ্রীয় কমিটি, মোঃ গোলজার হোসেন আহ্বায়ক, জেলা বিএনপি জয়পুর হাট, মোঃ মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি জয়পুর হাট, ডাঃ মোঃ ফজলুল রহমান সাইদ, আমির জামাতে ইসলামী বাংলাদেশ, জয়পুর হাট জেলা, মোঃ ওমর আলী বাবু, যুগ্ম সমন্বয় কারী এনসিপি, জয়পুর হাট জেলা, সার্জেন্ট একেএম আজাদ মিয়া (অব:) সভাপতি বগুড়া জেলা ও যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি, ল্যা: কর্পো: মোঃ আনোয়ার হোসেন (অব:), সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি। 

এছাড়াও বক্তব্য রাখেন, সার্জেন্ট মোঃ দেলোয়ার হোসেন (অব:), সাধারণ সম্পাদক, বগুড়া জেলা, ওয়া: অফিসার মোঃ জাহাঈীর আলম (অব:) সভাপতি শাহজাহানপুর উপজেলা, ওয়ারেন্ট অফিসার সাজ্জাদ (অব:), সভাপতি কালাই উপজেলা বেসওয়া, সার্জেন্ট মোঃ আব্দুর রউফ (অব:), সভাপতি ক্ষেতলাল উপজেলা বেসওয়া, সার্জেন্ট আব্দুর রাজ্জাক (অব:), সভাপতি আক্কেলপুর উপজেলা বেসওয়া, ওয়ারেন্ট অফিসার তোজাম্মেল হোসেন (অব:) সভাপতি পাঁচবিবি উপজেলা বেসওয়া।

এ সময় উপস্থিত ছিলেন, সার্জেন্ট রেজাউল করিম হিমু (অবঃ), সার্জেন্ট মোঃ আজাদুল ইসলাম আজাদ (অবঃ), সিনিয়র অফিসার মুজিবুর রহমান (অবঃ), সিনিঃ ওয়া: অফিঃ বজলুর রশিদ (অবঃ), সিনিঃ ওয়া: অফিঃ এমদাদুল হক (অবঃ), ওয়ারেন্ট অফিঃ আব্দুল আলিম (অবঃ), সার্জেন মোশারফ হোসেন (অবঃ), সার্জেন ইসমাইল হোসেন (অবঃ), সার্জিন আবুল কাশেম (অবঃ), ওয়ারেন্ট অফিঃ শফিকুল ইসলাম (অবঃ), সার্জেন্ট মাহমুদ হাসান (অবঃ), কর্পোরাল মাসুদ রানা (অবঃ), ল্যান্স কর্পোরাল আব্দুল আলিম (অবঃ), সার্জেন শফিকুল ইসলাম (অবঃ), সার্জেন মামুনুর রশিদ (অবঃ), কর্পোরাল দুলাল হোসেন (অবঃ), ল্যান্স কর্পোরাল তারেকুল ইসলাম (অবঃ), কর্পোরাল আব্দুল আসাদ (অবঃ), সিনিঃ ওয়া: অফিঃ আজিজার রহমান (অবঃ), ওয়ারেন্ট অফিঃ মতিউর রহমান (অবঃ), সিনিঃ ওয়া: অফিঃ আসাদুজ্জামান সরকার (অবঃ), কর্পোরাল আমিনুর রহমান (অবঃ), সার্জেন্ট মাহমুদুর রহমান শিহাব (অবঃ),সার্জেন্ট তানজিমুল ইসলাম জুয়েল (অবঃ), সৈনিক হারুনুর রশিদ (অবঃ), সার্জেন্ট জিল্লুর রহমান (অবঃ),কর্পোরাল মামুনুর রশিদ (অবঃ), কর্পোরাল সাবের আলী (অবঃ), ওয়ারেন্ট অফিসার রোস্তম খান (অবঃ), সার্জেন্ট গোলাম মোস্তফা (অবঃ), সার্জেন মাহমুদ আলম (অবঃ), সার্জেন্ট জাকির হোসেন (অবঃ), কর্পোরাল জাকিরুল ইসলাম (অবঃ), সার্জেন্ট মোস্তাক হোসেন (অবঃ), সার্জেন আব্দুর মাবুদ (অবঃ), সার্জেন রাশেদুল ইসলাম (অবঃ), সার্জেন্ট নান্নুর রশিদ (অবঃ), সার্জেন্ট গোলাম হোসেন (অবঃ), সার্জেন তরিকুল ইসলাম (অবঃ), কর্পোরাল আমজাদ হোসেন(অবঃ), কর্পোরাল ফজলুল হক (অবঃ), সৈনিক মাসুদ পারভেজ বাপ্পি (অবঃ), সার্জেন্ট দেলোয়ার হোসেন (অব:) সহ জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত ৩০০ এর বেশি সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সেনা সদস্য। 

পরিশেষে, অনুষ্ঠানের সভাপতির সমাপনী বক্তব্য ও সম্মাননা ক্রেস্ট প্রদানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।