সারাদেশ

ইউনাইটেড ফোরটিন আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন পদার্থবিজ্ঞান

ইউনাইটেড ফোরটিন আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন পদার্থবিজ্ঞান

ছবি : অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধিনায়ক মতিউর রহমান


প্রকাশিত : ১৮ জুলাই ২০২৫, সন্ধ্যা ৭:৪৯ আপডেট : ১৯ জুলাই ২০২৫, রাত ১:৪৭

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ইউনাইটেড ফোরটিন কর্তৃক আয়োজিত আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে পদার্থবিজ্ঞান বিভাগ।

শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬ টায় এ খেলা শুরু হয়। 

খেলা শুরুর প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় পদার্থ বিজ্ঞান বিভাগ। পরে শত চেষ্টার পরেও গোলে বল ঢুকাতে পারেনি মার্কেটিং বিভাগ। পরে ১-০ গোলে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় পদার্থ বিজ্ঞান বিভাগ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.ফেরদৌস রহমান বলেন, ভিসি স্যার আসার পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন টুর্নামেন্ট হয়েছে। ক্রিকেট, ফুটবল ও ভলিবল ইত্যাদি খেলার আয়োজন করে।  খেলাধুলা শিক্ষার্থীদের মন সতেজ রাখে। আমরা এইজন্য খেলাধুলায় শিক্ষার্থীদের সাপোর্ট দিচ্ছি।

এছাড়াও পুরস্কার  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী নাগরিক ঐক্যের আহ্বায়ক শামসুজ্জামান সামু।