সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার একটি গোরস্তান থেকে করব খুঁড়ে ১০টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে
বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাতে উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগর গ্রামের ঢাকাডাঙ্গী গোরস্থানে এই ঘটনা ঘটে। বিষয়টি শুক্রবার দুপুরে টের পায় স্থানীয়রা।
গোগর ঢাকাডাঙ্গী গোরস্থানের সভাপতি সাদেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় বাসিন্দা তরিকুল ইসলামের বাবাকে এই কবরস্থানে দাফন করা হয়। তরিকুল ইসলাম প্রতি শুক্রবার জুম্মার নামাজ শেষে তাঁর বাবার কবর জিয়ারত করেন। আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে বাবার কবর জিয়ারত করতে এসে সে দেখতে পায় কবরের মাটি খোঁড়া এবং বাঁশের চাটাই সরানো। এবং পাশে থাকা কয়েকটি কবরের ওপরের মাটি ও বাঁশের চাটাই সরানো অবস্থায় আছে বিষয়টি তাৎক্ষণিক স্থানীয়দের জানালে তারা এসে ওই কবরগুলোর ভিতরে টর্চ লাইট দিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখতে পান, গোরস্থানের ১০টি কবরের ভেতেরে কঙ্কাল নেই। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরশেদুল হক জানান,স্থানীয়দের কাছে জানতে পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ।আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।
মতামত