শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার রোকেয়া সাত্তার বিদ্যালয়ের চলতি বছরে অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) বিকালে বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এ্যাসাইমেন্ট অফিসার ডাক্তার ফিরোজ মাহমুদ ইকবাল।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা ডাক্তার আশিক মাহমুদ ইকবাল,তৌফিকুল ইসলাম,ব্যাংক ব্যবস্থাপক (রাকাব) আলিয়ার হাট শাখা, শিক্ষক ইমরান হোসেন, বিপ্লব মোহন্ত প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থী অজিহা খন্দকারকে রোকেয়া ছাত্তার ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে ঢাকা উত্তরা মাইলস্টোন কলেজে নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল করা হয়।
মতামত