বীরগঞ্জ প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে সাহসী তরুণদের মাদকবিরোধী কার্যক্রমে হয়রানি এবং মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে তিন দফা দাবি নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) রাত ৮টায় বীরগঞ্জ মডেল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারুণ্যের আলো ক্লাব এর সাধারণ সম্পাদক মনির হোসেন লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, সম্প্রতি বীরগঞ্জ উপজেলার বিলপাড়া এলাকায় ক্লাবের সদস্যরা স্থানীয় জনসাধারণের সহায়তায় মাদকবিরোধী সচেতনতামূলক অভিযান পরিচালনা করে। অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী দিপন কুমার রায়কে জনসমক্ষে তুলে ধরেন তারা, যাতে করে সমাজে মাদকের বিরুদ্ধে একটি শক্ত বার্তা পৌঁছে দেওয়া যায়।
তবে অভিযানের পর কিছু স্বার্থান্বেষী মহল অভিযুক্তকে ঘটনাস্থল থেকে ছিনিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা চালায়। তারা অপপ্রচার করে যে, অভিযুক্ত দিপন ধর্মীয় কারণে হামলার শিকার হয়েছেন এবং এতে নাকি জামায়াত-শিবির সংশ্লিষ্টরা জড়িত ছিল—যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেন মনির হোসেন।
তিনি আরও জানান, দিপনকে নেওয়ার সময় সংঘর্ষে কয়েকজন তরুণ আহত হয়েছেন। এ অভিযানের সাথে কোনো রাজনৈতিক কিংবা ধর্মীয় সংগঠনের সংশ্লিষ্টতা নেই। সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। অথচ দিপন কুমার রায় সংখ্যালঘু পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে তার অপরাধ আড়াল করতে চাইছে।
সংবাদ সম্মেলনে তিন দফা দাবি উত্থাপন করা হয়—
১. দিপন রায়ের বিরুদ্ধে মাদকের অভিযোগে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ।
২. মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারকারীদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে ব্যবস্থা গ্রহণ।
৩. তারুণ্যের আলো ক্লাবের সকল সদস্যের নিরাপত্তা নিশ্চিতকরণ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি আরিফ হোসেন, বীরগঞ্জ স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য রিপন আলী, নরেন দাস, ধর্ম বর্মন, রণজিৎ, প্রেমহরি রায়, শরৎ চন্দ্রসহ নিজপাড়া ইউনিয়নের ক্লাব সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী এই লড়াই দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের, এবং এতে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ রয়েছে।
মতামত