ছবি : মুন টাইমস
দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি খাসমহল হাট ও বাজার ব্যবসায়ী সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি শুক্রবার (১ আগস্ট) রাত ১০টায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে ফরিদ খানকে সভাপতি ও আরমান আলী প্রধানকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সিনিয়র সহ-সভাপতি শাহিনুর ইসলাম, সাধারণ সম্পাদক ও হাকিমপুর পৌরসভার সাবেক মেয়র সাখাওয়াত হোসেন শিল্পীসহ দলীয় অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ। তারা নতুন কমিটির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদের সফলতা কামনা করেন।
উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান বক্তব্যে বলেন, “বাংলাহিলি খাসমহল হাট ও বাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি বাজারের ব্যবসা উন্নয়নে এবং ব্যবসায়ীদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আশা করছি নতুন নেতৃত্ব দায়িত্ব পালনে দক্ষতা ও আন্তরিকতা প্রদর্শন করবে।”
সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, “বাজারের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ব্যবসায়িক কার্যক্রমের উন্নয়নের জন্য নতুন কমিটি গুরুত্বপূর্ণ কাজ করবে। ব্যবসায়ীদের সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে বাজারকে আরও এগিয়ে নেওয়া যাবে।”
ব্যাবসায়ীরা বলেন, “নতুন কমিটির মাধ্যমে আমরা বাজারে শৃঙ্খলা ফেরত আনতে এবং আমাদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে সক্ষম হবো।”
কমিটি ঘোষণার পর বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ব্যবসায়ীরা ফুল দিয়ে নতুন নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান। তারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন কমিটি বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গুণগতমান বজায় রাখতে সাফল্যের সঙ্গে কাজ করবে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আরমান আলী প্রধান বলেন, “সব ব্যবসায়ীকে একত্রিত করে আমরা বাজারের উন্নয়ন ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় কাজ করবো। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় এবং আধুনিক বাজার ব্যবস্থাপনা গড়ে তোলায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
বাংলাহিলি খাসমহল হাট ও বাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটির মাধ্যমে আশা করা হচ্ছে এলাকার ব্যবসায়িক পরিবেশ উন্নত হবে এবং ব্যবসায়ীরা তাদের অধিকার ও সুবিধা পাবেন। নতুন নেতৃত্ব বাজারের স্বার্থ রক্ষায় সচেষ্ট থাকবে এবং সবার সহযোগিতা ও অংশগ্রহণে একটি শক্তিশালী ও সংগঠিত বাজার গড়ে তুলবে।
মতামত