সারাদেশ

ডেভিল হান্ট অভিযানে নবাবগঞ্জে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার

ডেভিল হান্ট অভিযানে নবাবগঞ্জে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার

ছবি : আটককৃত আওয়ামী লীগ নেতা


প্রকাশিত : ৪ আগস্ট ২০২৫, দুপুর ১২:২৩

দিনাজপুরের নবাবগঞ্জ থানায় পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর আওতায় গ্রেফতার হয়েছেন দুইজন রাজনৈতিক নেতা। সোমবার (৪ আগস্ট) রাত ১২টা ৩০ মিনিট থেকে সকাল ৬টা পর্যন্ত টানা অভিযানে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—৩নং গোলাপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক সভাপতি মোঃ আতাউর রহমান (৫২) এবং ৮নং মাহমুদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ সভাপতি মোঃ জহুরুল ইসলাম (৩২)। তারা দুজনেই নবাবগঞ্জ উপজেলার বাসিন্দা।

থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

জেএইচ/এমটিএন