ভিডিও গ্যালারি

নৌকাবাইচ মানেই ফজলু মাঝির গান! (ভিডিও সহ)

প্রকাশিত : ২ আগস্ট ২০২৫, সন্ধ্যা ৬:৩৮

জনপ্রিয় দেওড়া গান শুনেননি এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া কঠিন। দেশ-বিদেশেও বেশ ভাইরাল হয়েছিলো গানটি। আর এই গানটি যিনি লিখেছেন ও সুর করেছেন তিনি হলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বনগ্রামের ফজলু মাঝি। 

লোকজ সুরে গাঁথা এই গানটি খুব অল্প সময়েই মানুষের হৃদয় জয় করে নেয়। গানটি ভাইরাল হওয়ার পর ভালোবাসায় ভেসে গেছেন গানটির গীতিকার ও সুরকার ফজলু মাঝি।

মূলত গ্রামের নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নিতে গিয়েই তিনি গানটি পরিবেশন করতেন। স্থানীয় কিছু ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও ছড়িয়ে পড়ার পর সংগীতপ্রেমীদের নজর কাড়ে এটি। পরে গানের সুর ও কথার প্রতি মুগ্ধ হয়ে সংগীত পরিচালক প্রিতম হাসান নতুন আঙ্গিকে গানটি উপস্থাপন করেন। এরপরই গানটি দেশজুড়ে ভাইরাল হয়ে যায়।

ভাইরাল হওয়ার পর জীবনযাপনে কিছুটা পরিবর্তন এলেও মূলত ফজলু মাঝির জীবন এখনও সহজ-সরল। মাঠে কাজ করেন, পরিবারের সঙ্গে সময় কাটান। মাঠে কাজের ফাঁকে কিংবা বিশ্রামের সময়ে খাতা-কলম হাতে তুলে নেন তিনি। তার চিন্তা, অনুভব আর অভিজ্ঞতা থেকেই জন্ম নেয় নতুন নতুন জারি গান। 

এদিকে আর ক’দিন পরই সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌ-ঘাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত নৌকাবাইচ প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় অংশ নিতে নতুন গান তৈরি নিয়ে দিনরাত ব্যস্ত সময় পার করছেন ফজলু মাঝি ও তার নৌকার দল ‘উড়ন্ত বলাকা’র বাইচালরা। বৈঠার শব্দ আর সুরে তাল মিলিয়ে তৈরি হচ্ছে নতুন গান।

বনগ্রাম গ্রামের মানুষ এখন ফজলু মাঝিকে নিয়ে গর্ববোধ করেন। একজন সাধারণ কৃষক হয়েও তিনি আজ গ্রামবাংলার সংস্কৃতির প্রতিনিধি। গ্রামের শিক্ষার্থী থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধিরাও মনে করেন, ফজলু মাঝির কারণে তাঁদের গ্রাম আজ দেশজুড়ে পরিচিতি পেয়েছে।

ফজলু মাঝির এই যাত্রা শুধু তার ব্যক্তিগত নয়, বরং এটি বাংলাদেশের ঐতিহ্য গ্রাম বাংলার লোকসংগীতের প্রতি মানুষের ভালোবাসার একটি প্রতিফলন। সুর, ভাষা আর আবেগে মেশানো তার গান নতুন প্রজন্মকেও লোকসংগীতের দিকে আকর্ষণ করছে।