ছবি : আটককৃত ব্যক্তি |মুন টাইমস|
দিনাজপুরের ফুলবাড়ীতে দুই নারীসহ চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর এলাকায় স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— রাজারামপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে তরিকুল ইসলাম (৩০) ও শরিফুল ইসলাম (২২), রংপুরের মিঠাপুকুর উপজেলার খোরাগাস্ত মিয়াপাড়ার মৃত সাদেক আলীর ছেলে শাহিন মিয়া (৩৬), রাজারামপুর মৎস্যপাড়ার আব্দুর রউফের ছেলে সামিউল ইসলাম (২৯), রাজারামপুর দক্ষিণপাড়ার দেলোয়ার হোসেনের স্ত্রী ছবির বেগম (৪০), শুকুর শেখের ছেলে দেলোয়ার হোসেন (৪৫), নাসিম আলীর স্ত্রী সালমা খাতুন সুম্মা (৩০), আফাজ উদ্দিনের ছেলে নাসিম আলী (৩৫) এবং রাজারামপুর ডাঙ্গাপাড়ার আব্দুল মজিদের ছেলে মিজানুর রহমান (৩২)।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, স্থানীয়দের সহযোগিতায় চোর চক্রের সদস্যদের হাতেনাতে ধরা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এলাকায় বিভিন্ন সময় চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
মঙ্গলবার বিকেলে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
জেএইচ/এমটিএন
মতামত