রাজনীতি

খালেদা জিয়ার জন্মদিনে হিলিতে দোয়া মাহফিল

 খালেদা জিয়ার জন্মদিনে হিলিতে দোয়া মাহফিল

ছবি : হিলিতে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল


প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৫, রাত ১২:০৯

দিনাজপুরের হাকিমপুরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতাদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, সহ-সভাপতি ইরফান আলী, যুগ্ম সম্পাদক রেজা আহম্মেদ বিপুল, সাংগঠনিক সম্পাদক হযরত আলী সরদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল, ১নং বোয়ালদাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলাম ও আরমান আলী প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দোয়ার আগে নেতারা বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকারের জন্য খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক জীবন উৎসর্গ করেছেন। বর্তমানে তিনি অসুস্থ হয়ে চিকিৎসাধীন থাকায় তার দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়।

পরে খালেদা জিয়া, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।

জেএইচ/এমটিএন