সিরাজগঞ্জের তাড়াশে দুই দিন পর বিলে মাছ শিকার করতে গিয়ে আহম্মেদ আলী নামের নিখোঁজ এক জেলের ভাসমান মরদেহ উদ্ধার করেছেন থানা পুলিশ।
মঙ্গলবার ঘটনাটি ঘটেছে, উপজেলার মাধাইনগর ইউনিয়নের পৌষার বিলের দোসপাড়া- তাড়াশ খালের পৌষার ব্রীজের সন্নিকটে।
নিখোঁজ জেলে আহম্মেদ আলী (৫৫) পৌষার গ্রামের মৃত রজব আলীর ছেলে।
বিষয়টি মাধাইনগর ইউনিয়ন পরিষদের সদস্য মো.আল আমিন সরকার নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান,জেলে আহম্মেদ আলী রোববার বিকালে বিলে মাছ শিকারের কথা বলে মাছ শিকারের জাল ও আনুসাঙ্গিক জিনিস পত্র নিয়ে বাড়ি থেকে বের হন। পরে রোববার সারা রাত ও সোম পর্যন্ত তিনি আর বাড়িতে ফিরেননি। এ দিকে দীর্ঘ সময় আহম্মেদ আলী বাড়িতে না ফেরায় তাঁর স্বজনরা নানা স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে হতাশ গয়ে পড়েন।
পরে মঙ্গলবার সকালে পৌষার বিলের দোসপাড়া- তাড়াশ খালের পৌষার ব্রীজের সন্নিকটে নিখোঁজ আহম্মেদ আলীর মরদেহ ভাসতে দেখে লোকজন বিষয়টি তাড়াশ থানা পুলিশকেকে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ দুপুর ১২ টার দিকে ঘটনা স্থলে পৌঁছে আহম্মেদ আলীর স্বজনদের মাধ্যমে মরদেহ শনাক্ত করেন।
মরদেহ শনাক্তের পর পুলিশ আহম্মেদ আলীর মরদেহ উদ্ধার করেন এবং ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মুনসুর আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠান।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান সমকালকে জানান,পুলিশ আহম্মেদ আলীর মরদেহ উদ্ধার করে।ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।
ময়নাতদন্তের প্রতিবেদন এলে ওই ব্যক্তি মূত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আর এখন আপাতত থানায় একটি অস্বাভাবিক মৃত্য মামলা রজু হবে। যার প্রক্রিয়া চলছে।
মতামত