কাঁচাবাজার

হিলিতে নিত্যপ্রয়োজনীয় সবজির দাম বৃদ্ধি, বিপাকে সাধারণ ক্রেতারা

হিলিতে নিত্যপ্রয়োজনীয় সবজির দাম বৃদ্ধি, বিপাকে সাধারণ ক্রেতারা

ছবি : সবজি বাজার


প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৫, সকাল ১০:৫০

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি বাজারে নিত্যপ্রয়োজনীয় সবজির পাশাপাশি পেঁয়াজের দামও বেড়েছে। এতে সাধারণ ক্রেতাদের নাজুক অবস্থা আরও চাপে ফেলেছে। বাজারে ঘুরে দেখা যায়, বেশিরভাগ সবজি আগের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে।

শনিবার (৩১ আগস্ট) বাজারে দেখা যায়: পটল কেজি ৪০ টাকা, বেগুন ৬০ টাকা, করলা ৬০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, শিম ২০০ টাকা, ভারতীয় কাঁচা মরিচ ১২০ টাকা এবং দেশি কাঁচা মরিচ ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া ভারতীয় পেঁয়াজ কেজি ৬০ টাকা ও দেশি পেঁয়াজ ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজি কিনতে আসা হিলি পৌরসভার গৃহিণী রহিমা বেগম বলেন, “আগে ৫০০ টাকায় সপ্তাহের বাজার হয়ে যেত। এখন সেই টাকায় তিন দিনের সবজি কিনতেও কষ্ট হচ্ছে।”

অন্য এক ক্রেতা মিজানুর রহমান বলেন, “দাম এত বেশি যে কেজি হিসেবে কেনা সম্ভব হচ্ছে না। অল্প অল্প করে কিনতে হচ্ছে।”

সবজি ব্যবসায়ীরা জানাচ্ছেন, পাইকারি বাজারেই দামের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। এর সাথে পরিবহন ব্যয় বেড়েছে এবং সরবরাহও কিছুটা কম। সবজি বিক্রেতা ফারুক বলেন, “আমাদের হাতে করার কিছু নেই। পাইকারিতেই দাম বেশি, তাই খুচরাতেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।”

জেএইচ/এমটিএন